"এই গানটিকে আমরা উৎসর্গ করতে চাই কিংবদন্তী গায়ক CHESTER BANNINGTON এবং CHRIS CORNELL কে, যারা নেশার কবলে নিজেদের হারিয়েছেন আমাদের মাঝ হতে।"
মূলত এই গানটি একজন ছেলের আত্মকাহিনী নিয়ে লেখা, তার জীবনের কিছু অংশ নিচে তুলে ধরলাম।
কেনো জানিনা!! ছেলেটির সাথে কথা বলতে তখন ভালো লাগতোনা, নিজেকে বড় করে দেখতো, সবার উপরে নিজেকে রাখতো। তার নখের চারপাশে কালশিটে পরা, একলা ঘরে বন্দী হয়ে নিজেকে আয়নায় দেখতো আর বলতো "তুমি হলে শ্রেষ্ঠ তুমিই ভদ্র"।
নীল ছিলো তার ভীষণ প্রিয়, তা আকাশের নীল হোক অথবা সাগরের নীল। তাই বন্দী ঘরের দেয়ালে দেয়ালে নীল রঙ ছড়িয়ে দেয় আর নীল আলোয় নিজেকে মাতিয়ে রাখে।
ছোট বেলা থেকে সে মায়ের খুব কাছের জন, মায়ের কাছে খুলে বলতো নিজের কথা সব। তার মায়ের মৃত্যু তাকে তাই উন্মাদনায় মক্ত করে দেয়। সে তার বাবাকে অনেকবার হত্যা করার চেষ্টা করে, আর চিৎকার করে বলতো "তুইই আমার মায়ের খুনি"।
উন্মাদনায় অতিষ্ঠ হয়ে তার আত্নীয়া তাকে এসাইলামে দিয়ে আসে, সে খুব ভীত থাকতো তখন। খুব ভীত।
এসাইলামের একটা ছোট্ট রুমে বন্দী হয়ে থাকার সময় অনেকবার হাত কেটে রক্তাত্ব করতো নিজেকে। এটাই ছিলো তার শেষ খবর আমার কাছে।
হঠাৎ তাকে দেখে চমকে উঠেছিলাম, কাছে গিয়ে তাকে ডাকতেই সে বলল " আমার খুন হয়ে গিয়েছে, আমি খুনি"!!
নেশায় আচ্ছাদিত হয়ে সে আমায় আঙুল দেখিয়ে বলল " ওই যে দেখছিস সব, এই যে সভ্যতা, এসবে আমার কোন লালসা নেই। এখানে ভালো হবি তো পচে যাবি, দেখ আমি কি বিকৃত, আমার পচন নেই।"